সাবরিনা এ্যানি বিশেষ প্রতিনিধি : দেশে বাড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যে মানুষগুলি অল্প ক’দিন আগেও করোনাভাইরাস সম্পর্কে সচেতনতাকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করেছেন তাদের অনেকের মাঝেও দেখা গেছে আতঙ্কের ছাপ। আবার অনেকেই এখনো বেপরোয়া। এমনই অবস্থা রাজধানীর বাসাবো এলাকায়। রাজধানীর বাসাবো এলাকায় গতকাল একই দিনে ৯ জন আক্রান্ত হওয়ায় পুরো এলাকা লকডাউন করে দেয়া হয়।এরই সাথে নন্দীপাড়া,বৌদ্ধমন্দির,মায়াকানন মুগদা সহ আশেপাশের এলাকা গুলোতেও প্রায় লকডাউন করা হয়েছে বলে জানা গিয়েছে।।।সবুজবাগ ও মুগদা থানার পুলিশগন বারবার তাদের টহল জারি রেখে মাইকিং করে মানুষকে ঘরে যাবার আহবান করছে এবং বাড়িওয়ালাদের তারা নিজ দায়িত্বে যেয়ে মেইন গেইট বন্ধের অনুরোধ করছেন যাতে করে কেউ বাসা থেকে বের হতে না পারে। এমন অবস্থায় ঘনবসতি পূর্ণ সেই এলাকা গুলোতে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।
Discussion about this post