ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম এর সহযোগীতায় উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী হিজরা ( তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের ৫০০ সদস্যকে বাড়ী বাড়ী খাদ্যদ্রব্য পৌছে দেয়ার দায়ীত্ব নিয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজি (উপ মহাপরিদর্শক) হাবিবুর রহমান সাহেব।
০৪/০৪/২০২০ তারিখ সকাল ১১:০০ টায় ডিএনসিসি ৫১নং ওয়ার্ডের অন্তর্গত উত্তরা ১৩নং সেক্টর মাঠে ঢাকা রেঞ্জ ডিআইজি (উপ মহাপরিদর্শক) জনাব হাবিবুর রহমান সাহেবের উপস্হিতিতে মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম ৭০ জন হিজরা ( তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের সদস্যের হাতে খাদ্যদ্রব্য তুলে দিয়ে উক্ত কাজের উদ্বোধন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন ডিএনসিসি অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহি কর্মকর্তা সাজিয়া আফরিন, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব তপন চন্দ্র সাহা, উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত জনাব কাজী আবুল কালাম, উত্তরা আজমপুর ফাঁড়ি ইনচার্জ মেহেদী হাসান, উত্তরা ১৩নং সেক্টর কল্যান সমিতির সভাপতি জনাব হারুনুর রশিদ, উত্তরা ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক নাফিস খান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ এর সভাপতি শাকিল উজ জামান বিপুল, উত্তরা ১৩নং সেক্টর কল্যান সমিতির নিরাপত্তা সম্পাদক জনাব লুৎফর রহমান এবং উত্তরা ১৩নং সেক্টর কল্যান সমিতির ক্রীয়া সম্পাদক যুব লীগ নেতা সাব্বির আহমেদ প্রমুখ।
Discussion about this post