ADVERTISEMENT
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের(বিএসএমএমইউ) একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর পরীবাগের বাসিন্দা। তার করোনায় আক্রান্তের বিষয়টি জানাজানি হওয়ার পর আট জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন,আইইডিসিআর থেকে লোকজন এসে আক্রান্ত ব্যক্তি, ওই ভবনের নিরাপত্তাকর্মী, ম্যানেজারসহ মোট আট জনকে হোম কায়ারেন্টিনে পাঠিয়েছে। এর আগে বাসাটিকে লকডাউন করা হয়ে ছিলো। মঙ্গলবার দুজনের দেহে করোনাভাইরাস সংক্রমণের কথা আইইডিসিআর নিশ্চিত করলেও এই চিকিৎসক তাদের একজন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশে এই পর্যন্ত ৫১ জনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন; পাঁচজন মারা গেছেন। যদিও দেশের বিভিন্নস্থান থেকে প্রতিদিন জ্বর, শ্বাসকষ্ট নিয়ে একাধিক মৃত্যুর খবর আসছে।
Discussion about this post