ADVERTISEMENT
সাফায়েত হোসেন প্রতিনিধি দশমিনা :
পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ওপর আজ মঙ্গলবার দুপুর দেড়টায় হামলার ঘটনায় থানা পুলিশ একজন আটক করেছে। জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃত. আনজের আলী ফকিরের ছেলে ওমর ফারুক (৪৫) নিজ স্ত্রীকে উত্ত্যাক্ত করার অভিযোগ এনে দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানের ওপর অফিস কক্ষে ঢুকে হামলা করে। পরে হামলাকারী ওমর ফারুককে একটি দেশীয় চাকুসহ থানা পুলিশ আটক করে থানা হাজতে নিয়েছে। এ ঘটনার পরে হামলাকারী ওমর ফারুকের বাড়ীতে খোঁজ নিলে স্বজন আব্দুল কাদের ও মোঃ শহিদুল ইসলাম এ প্রতিনিধিকে জানায়, দীর্ঘ তিন বছর পূর্বে ওমর ফারুকের স্ত্রী সন্তানসহ স্বামী ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। ওমর ফারুক মানসিক ভারসাম্য হারিয়ে থাকতে পারে বলেও স্বজনদের দাবী। দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, হামলাকারী বা তার পরিবারের কেউ আমার পূর্ব পরিচিত নয়। জরুরী সভা ডেকেছি, কর্মকর্তা কর্মচারীদের মতামত নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post