নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গরীব ও অসহায় মানুষের মাঝে ফেইস মাস্ক ও খাবার সামগ্রী বিতরণ করেছে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ। ৩০ মার্চ সোমবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সার্বিক সহযোগিতায় এবং উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েলের সৌজন্যে ও নেতৃত্বে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফেইস মাস্ক ও চাল, ডাল, তেল, লবন , আলু ও সাবানসহ বিভিন্ন প্রকার খাবার সামগ্রী বিতরণ করে পশ্চিম থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ব্যাপারে জানতে চাইলে আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের প্রকোপে এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরাও করছি। সরকারের পক্ষ থেকে লকডাউনও ঘোষণা করা হয়েছে। মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু গরীব, অসহায়সহ নিম্ন আয়ের মানুষদের ঘরে থাকার কোন সুযোগ নেই। কারণ তারা একদিন কাজে বের না হলে তাদের ঘরের চুলা জ্বলে না। তাই এসব গরীব ও দুস্থ মানুষদেরকে একটুখানি সাহায্য করার চেষ্টা করেছি মাত্র। ইচ্ছে আছে সাধ্যমত সবসময়ই মানুষের সেবা করে যাবো। কিছু না দিয়ে পারি অন্তত এই সংকটময় মুহুর্তে ছোট্ট একটি ভালো পরামর্শ দিয়েও সেবা করা যায়। এসময় আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
Discussion about this post