দশমিনাপ্রতিনিধিঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাজারগুলোতে ‘সুরক্ষারেখা’ রেখা দেয়া হয়েছে।রবিবার (২৯ মার্চ) সকাল থেকে উপজেলা নির্বাহী তানিয়া ফেরদৌসের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়া এছাড়াও করোনাভাইরাস মোকাবেলায় দশমিনা উপজেলার প্রতিটি বাজার, ইউনিয়ন ও গ্রামে গ্রামে মাইকিং করে মানুষকে করোনাভাইরাস প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য বলা হচ্ছে। এছাড়াও জরুরি প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ওষুধের দোকানে গেলে যাতে সামাজিক দূরত্ব রাখা হয় সেই বিষয়টি নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রশাসন। প্রতিনিধিকে এসব তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে গত কয়েকদিন থেকে সচেতনামূলক কার্যক্রম চলছে। ইতোমধ্যে উপজেলার প্রতিটি গ্রামে মাইকিং করা হয়েছে। এছাড়া গ্রামের মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ঘরে অবস্থানকালীন সময়ে যদি কারো কোনো সমস্যা বা কিছুর প্রয়োজন হয় তা হলে উপজেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে এবং ওই ব্যক্তির সমস্যা সমাধান করে দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, উপজেলার বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ছাড়া বাকিসব দোকান বন্ধ রয়েছে। তবে খাবার ও ওষুধের দোকানে যাতে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য প্রতিটি দোকানের সামনে সুরক্ষা রেখা দেয়া দিতে হবে। আর এ নিয়ম মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে
Discussion about this post