ADVERTISEMENT
পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী বাজারে রোববার দুপুর ১টায় ৪টি দোকানসহ বসতঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গনি হাওলাদারের দোকান ঘরের সংলগ্নে কুটারকুড়ে (খড়ে) কে বা কাহারা সিকারেটের আগুন ফেলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে একাধিক ব্যবসায়ী জানিয়েছেন। অগ্নিকান্ডে গনি হাওলাদার, মফিজ, মোকছেদের দোকান ও ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অপরদিকে, জাকির রাড়ি’র কম্পিউটার ও ফটোষ্ট্যাষ্ট দোকান আংশিক পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও থানা পুলিশসহ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে নেয়। এতে প্রায় ৭লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
Discussion about this post