নভেল করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে লকডাউন চললেও অর্থনীতির চাকা সচল রাখতে সবকিছু বন্ধ রাখতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এ জন্য রাখডাক না রেখে বলেই দিয়েছেন, কিছু মানুষকে মরতে হবে।
গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমি দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে, এটি জীবন। এ জন্য আপনি গাড়ি, কারখানা বন্ধ করে দেবেন এমনটি হতে পারে না। যা ঘটছে সেদিকে আমাদের দেখতে হবে, এটি নিয়ে রাজনীতি করার কিছু নেই।’
বিশ্বজুড়ে করোনা আতঙ্কে ভাইরাসের বিস্তার ঠেকাতে এক এক করে বন্ধ করে দেওয়া হচ্ছে সবকিছু। কিন্তু দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
এর আগেও করেনা ভাইরাসকে ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৩ জন। মারা গেছেন ৬৮ জন।
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ এ মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।
Discussion about this post