আজ শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের। নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শন্তাক্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ১,৮৩৮ জন।
তিনি জানান, নতুন ৯ জন সুস্থ হয়েছেন, এ নিয়ে সুস্থ হলেন ৫৮ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২২ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন, ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ।
Discussion about this post