মো. আবু রায়হান চৌধুরী
কুমিল্লার হোমনায় করোনাভাইরাসের প্রাদূর্ভাবে লকডাউনের কারণে গৃহবন্দী কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় লগডাউনের চলমান পরিস্থিতিতে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এর দিক-নির্দেশনায় হোমনা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি একেএম ফজলুল হক মোল্লার নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত তহবিল হতে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের গৃহবন্দী দুস্থ, অসহায়, কর্মজীবী হতদরিদ্র পরিবারদের মধ্যে উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা ছাত্রদল নেতা মো. হাবিবুর রহমান হাবিব,হোমনা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবু,পৌর ছাত্রদল নেতা মো. দেলোয়ার হোসেন সাইদি প্রমূখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ পরিবারবর্গ।
একেএম ফজলুল হক মোল্লা বলেন, প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে অসহায় খেটে খাওয়া মানুষ গুলো আজ কর্মহীন। হোমনা উপজেলা ও পৌর এলাকার কর্মজীবী হতদরিদ্র মানুষরা ঘরে বসে থেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে তাই এ বিষয়টি আমার দৃষ্টি গোচর হওয়ায় আমার ব্যক্তিগত তহবিল থেকে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এর সু-পরামর্শ ও দিকনির্দেশনায় নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেছি। যতোদিন করোনা ভাইরাসের সমস্যা থাকবে ততোদিন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এর দিকনির্দেশনায় তার এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Discussion about this post