কুস্টিয়া জেলা পুলিশ এবং সিআউডি কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে আটক করে ওই কিশোরকে। ওই কিশোর বিভিন্ন হটলাইন নাম্বারে ফোন দিতো এবং নারী কন্ঠ পেলে তাদের কে যৌন হয়রানি মূলক কথা বলতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে ওই কিশোর।
এ বিষয়ে রাজধানীর বননী থানায় ডিজিটাল সিকিউরিটি আইন এবং পর্ণোগ্রফী আইনে দুটি মামলা দায়ের হবার পর আটক করা হয় ওই কিশোরকে।
Discussion about this post