মিজানুর রহমান ইমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তারেরঘাট বাজারের বাসিন্দা কলেজ শিক্ষক জাহিদুল ইসলাম (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । কিশোরগঞ্জ তাড়াইল সড়কে এ দূর্ঘটনা ঘটে, সূত্রে জানা যায়, নিহত জাহিদুল ইসলাম (৩০) নীলগঞ্জ (হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে, ইসলাম ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন (৮জুন) সোমবার এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহিদুল ইসলাম করিমগঞ্জ থেকে শশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জে যাচ্ছিলেন, পরে ঐ সড়কের পটুয়াকান্দি এলাকায় একটি অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হলে এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন । পরে স্থানীরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
Discussion about this post