আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের নিলামকৃত ব্যাটের অর্থায়নে সাতক্ষীরা জেলা পুলিশ এর সার্বিক সহযোগিতায় করোনা ও আম্পান দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ লক্ষে শুক্রবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে করোনা ও আম্পান দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
প্রায় দুই শতাধিক অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার, মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়ার্টার সার্কেল অতি: পুলিশ সুপার জিয়াউর রহমান, ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, আরও আই আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জামান প্রমুখ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Discussion about this post