প্রতিবেদক, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার আওতাধীন রামনগর সাত ব্রীজ বাজার সংলগ্ন জিকে সেচ প্রকল্পের বিভিন্ন খালের তীরবর্তী অবৈধ দখলদারদের তালিকা প্রকাশ করেছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড। প্রকাশিত তালিকায় দেখা গেছে হরিণাকুন্ডুর ৯টি গ্রামের ১০৭ জন সরকারী খালের উপর দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি করে দখল করে আছেন। কাল সোমবার থেকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু করবে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড। অবৈধ দখলদাররা হলেন, হরিশপুর গ্রামের তোয়া মল্লিক, আব্দুর রাজ্জাক, মওলা, খয়বার, আলমগীর হোসেন, ইজ্জতআলী, চঞ্চল, রুকু, আইন উদ্দীন, লুৎফর রহমান, জাহান আলী, লাল্টু মিয়া, রিন্টু, রায়বুল, শুকুর আলী, লিয়াকত হোসেন, রুবেল, দেলোয়ার, সবুজ, নিটু মাষ্টার, আলমগীর হোসেন, টিক্কা, সেলিম, মওলা বক্স, মতিয়ার রহমানের ৩টি, আতিয়ার রহমান, আকুল, মোশাম, লিয়াকত, সেলিম, মোমিন কাজী, হাসান, হাসিবুল, জবা, আব্দুল খালেক, মওলাবক্স, শহিদুল বকুল, আব্দুল ওহাব ভান্ডারী, সাবান, রণ জোয়ারদার, রামনগর গ্রামের রিায়াজুল, রানা, আনছার, মনির, মক্কেল, আতিক, কুদ্দুস, নজরুল, রিয়াজুল, বদর উদ্দীন, হাফিজুর, আজমল, রাজু, মোনতাজুর রহমান মোহন, নিজাম মেম্বর, শিমুল, হাবিল, সানোয়ার, মনোয়ার, আছাল, আক্তার, মজিদ, মিনাজ উদ্দীন, তোরাব আলী, শাহাদৎ, মোকাম, সড়াতলা গ্রামের বানাত মালিথা, তাহেরহুদা গ্রামের মকবুল হোসেন, বলরামপুর গ্রামের আব্দুল খালেক শেখ, কুলবাড়িয়া গ্রামের সেকের আলী, তরিকুল ইসলাম, চতুর আলী, গাজিপুর গ্রামের রানু মন্ডল, জাহাঙ্গীর হোসেন, নাজিম উদ্দীন মন্ডল, মহির উদ্দীন, মিল্টন, নাজির, রতন, আব্দুল আজিজ, মিজানুর, জানার উদ্দীন, মহিরুদ্দীন, শমসের, জাহার উদ্দীন, আনছার, মুনছুর, শিলা বেগম, শের উদ্দীন, আব্দুর রাজ্জাক, ছয়ফাল, বছির উদ্দীন, আব্দুল আজিজ, সোহেল, জনাব উদ্দীন, ভবানীপুর গ্রামের আব্দুল খালেক ও ফলসি গ্রামের চন্ডি ঠাকুর। ঝিনাইদহ পানি উন্নয়ন প্রকৌশলী জাকির হোসেন ও সেলিম রেজা জানান, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে নিরপেক্ষ জরিপের মাধ্যমে দখলদার চিহ্নিত করা হয়েছে। কাল সোমবার সকাল থেকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করবো।
Discussion about this post