ভারত-চীন সীমান্তে চীনের সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহতের পর মঙ্গলবার (১৬ জুন) রাতে ৪ মন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আলোচনায় উপস্থিত ছিলেন ভারতীয় সেনার চিফ জেনারেল এমএম নারাভানে।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ ২৪ ঘণ্টা জানায়, রাত ১০টা নাগাদ মন্ত্রীদের নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। সীমান্তের উত্তেজনা, পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ, সেনাবাহিনীর অবস্থান ইত্যাদি নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করেন তাঁরা।
এর আগে ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানায়, ভারতীয় ও চীনের সেনার সংঘর্ষে প্রায় ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে প্রথমে ভারতীয় সেনার এক কর্নেল ও দুই সদস্যের নিহত হওয়ার খবর আসলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বৃদ্ধি খবর দেয় ভারতীয় গণমাধ্যমগুলো।
Discussion about this post