সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রাম থেকে জান্নাতী আক্তার জুতি(১৫) নামের ন্যাক মামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ নানার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে নানা আফছার আলীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সে রংপুর জেলার পীরগাছা উপজেলার সোনারায় গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে বলে জানা গেছে। এলাকাবাসী ও থানা সুত্রে জানায় জান্নাতী দীর্ঘ দিন থেকে মানুষিক রোগে ভুগছে। গত কয়েক দিন থেকে নানার বাড়িতে বেড়াতে এসে অবস্থান করছে। গত মঙ্গলবার নানা বাড়ির উত্তর দুয়ারী শয়ন ঘরের ধর্ণার সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন। পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করেন। যার ইউডি নং- ৫/২০ তাং-১০/০৩/২০২০ ইং। একইদিনে সর্বানন্দ ইউনিয়নের নয়ারহাট গ্রামের আরেফিন আক্তার তার লাশ উদ্ধার করা হয়। বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্র একটি ইউডি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ০৬/২০ তাং- ১০/০৩/২০২০ ইং। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি।
Discussion about this post