মো: আক্তার হোসেন সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাও ইউনিয়ন এর রামকৃষ্ণপুর , টুকের গাঁও , নোয়াগাঁও অঞ্চলের সুরমা নদী ভাঙ্গন রোধে ৮৫০ মিটার নদী ভাঙ্গন প্রতিরোধ এর কাজ বরাদ্ধকৃত বাজেট পাশ হয়েছে। উক্ত ৭ নং মোগলগাও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জনাব আলহাজ্ব হিরন মিয়া সাহেব এর আগে ও অনেক জনপ্রতিনিধি এসেছেন কীন্তু এই ইউনিয় এর নদী ভাঙ্গন এর জন্য কিছুই করতে পারেন নাই। বর্তমান চেয়ারম্যান জনাব আলহাজ্ব হিরন মিয়া চেয়ারম্যান সাহেব এর অনেক অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টায়। সাবেক বাংলাদেশ অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবুল মুহিত এবং উনার ভাই বর্তমান বাংলাদেশ পরাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উনাদের মাধ্যমে ৭ নং মোগল গাঁও ইউনিয়নে নদী ভাঙ্গন এর কাজের একটা বরাদ্ধ পাওয়া যায়। আগামি শুকনা মৌসমে নদী ভাঙ্গন এর কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আলহাজ্ব হিরন মিয়া চেয়ারম্যান তাই এই বর্ষা মৌসমে নদী পথে যাবতীয় সব মালমাল নিয়ে আশার জন্য ২১/ জুন ২০২০ তারিখ রাত্রে এক আলোচনা সবা করেন নোয়াগাও গ্রামের কৃর্তসন্তান জনাব ফজলু মিয়া সাহেব এর বাড়িত এ সময় উপস্তি ছিলেন, সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়া , জনাব ফজলু মিয়া , ১নং ওয়ার্ড এক মেম্বার জনাব মক্তার মিয়া , বৃশিষ্ট মুরব্বি মানিক মিয়া , আব্দুস সালাম, ছমছু মিয়া , আব্দুল খানিক কবির মিয়া ,আইয়োব আলী , ফজলু মিয়া, মিজানুর রহমান ময়না সভাপ্রতি বৃহত্তর দশগ্রাম জনকল্যান পরিষদ , মাও. নিজাম উদ্দীন , জইন উদ্দীন , ছমরু মিয়া , আব্দুল বাসিত, মোহন আহমেদ , রাকিবুল হাসান , মোহাম্মদ আলী । সহ গ্রামের সর্ব স্থরের যুবক এবং সাংবাদিক বৃন্দ্য প্রমুখ।
Discussion about this post