মো: আক্তার হোসেন সিলেট
বিশ্বনাথ লামাকাজী ইসলামী ব্যাংক লিমিটেড শাখা উদ্ভোধন করা হয়েছে। সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে রোববার ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ সকালে লামাকাজী বাজারে ব্যাংকটির শাখা শুভ উদ্ভোধন করেন। ব্যাংক এর এমডি স্যারের স্লোগান ” Islami Bank: Everywhere, Islami Bank: Anywhere” এই স্লোগান কে সামনে রেখে ওয়েবিনার প্রযুক্তির মাধ্যমে আজ সিলেট শাখার অধীনে বিশ্বনাথ লামাকাজী বাজার, এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও জনাব মোঃ মাহবুব উল আলম, সভাপতিঃ ইভিপি ও সিলেট জোন প্রধান জনাব শিকদার মোঃ শিহাবুদ্দীন। স্বাগত বক্তব্য প্রদান করেন, এসভিপি ও সিলেট শাখা প্রধান জনাব মোঃ শহীদ আহমদ। তাৎক্ষনিকভাবে সম্মানিত গ্রাহকবৃন্দের অ্যাকাউন্ট খোলা হয় এবং রেমিট্যান্স সেবা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জনাব আব্দুস সালাম আল মাদানি, অধ্যক্ষ, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসা, জনাব মাওলানা শামসুদ্দোহা প্রিন্সিপাল ফতেহপুর কামিল মাদ্রাসা, জনাব মোঃ এনামুল হক এনাম প্যানেল চেয়ারম্যান ১ নং লামাকাজি ইউনিয়ন, জনাব এ কে এম আব্দুল্লাহ সাবেক চেয়ারম্যান ৭নং মোগলগাঁও ইউনিয়ন, মোঃ আছন মিয়া আওয়ামীলীগ নেতা সিলেট জেলা, মোঃ কিরণ মিয়া. সভাপতি লামাকাজি ব্যাবসায়ী সমিতি, রফিকুল ইসলাম মামুন সাবেক সদস্য ৭নং মোগলগাঁও ইউনিয়ন, ফয়সল আহমেদ সদস্য ১নং লামাকাজি ইউনিয়ন শুভেচ্ছা বক্তব্য রাখেন: জনাব মারুফ রহমান প্রোপ্রাইটার লামাকাজি এজেন্ট ব্যাংক, জনাব সাইফুল ইসলাম সুজন, এম. ডি. ইকুসাইন বিজনেস বিডি। এবং ব্যাংক শাখার উদ্ভোধন অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Discussion about this post