মো: আক্তার হোসেন : সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিশ্বনাথে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্রর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিশ্বনাথ থানার ১ নং লামাকাজী ইউপি’র সাহাপুর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আব্দুল হান্নানকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এসআই সৈয়দ ইমরোজ তারেকের দাখিল কৃত অভিযোগের ভিত্তিতে বিশ্বনাথ থানায় মাদক বিরোধী আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এদিকে গোয়াইনঘাটে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই নিতাই লাল রায়’র নেতৃত্বে রোববার (২১ জুন) রাত ১০টায় গোয়াইনঘাট থানার শান্তিনগর এলাকার ফক্কু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আক্কুল মিয়া ওরফে ফক্কু মিয়া (৬০)-কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গোয়াইনঘাট থানার শান্তিনগর সাকিনের মৃত অধু গাজীর ছেলে। এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, ‘করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত গাজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
Discussion about this post