আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইয়ারব হোসেন কে দেখতে তার তুজুলপুরস্থ বাসায় হাজির হলেন সাতক্ষীরা সদর ইউএনও দেবাশীষ চৌধুরী। তিনি আজ শনিবার (৪ জুলাই) অসুস্থ সাংবাদিক ইয়ারব হোসেন এর তুজুলপুরস্থ বাস ভবনে হাজির হয়ে সার্বিক খোঁজ খবর নেন। এসময় সাতক্ষীরা সদর ইউএনও দেবাশীষ চৌধুরী জানান, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশক্রমে তিনি অসুস্থ সাংবাদিক ইয়ারব হোসেন কে দেখতে আসেন। উল্লেখ্য গত ৩০ জুন দৈনিক সমাজের আলো অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেন, তুজুলপুর কৃষি ক্লাব ও কৃষি জাদুঘরের সামনে, দ্রুতগামী একটি মটর সাইকেল এর ধাক্কায় গুরুত্বর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে, বর্তমানে সদরের তুজুলপুর নিজ বাস ভবনে চিকিৎসাধীন আছেন। তার ডান পায়ের দুটি হাড় ভেঙ্গে গেছে।
Discussion about this post