আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের বেড়িবাঁধ অপসারণের দাবিতে, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা- যশোর সড়কের সার্কিট হাউজ মোড়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লাবসা ইউপি মেম্বর গোলাম কিবরিয়া বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বল্লী ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, লাবসা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউপি মেম্বর মনিরুল ইসলাম মনি, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, আবুল বাসার প্রমুখ।
এসময় সদরের ৪ টি ইউনিয়নের পানিবন্দি শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রাণ সায়ের খাল খননের আগেই, খালে বেড়িবাঁধ দেওয়ার ফলে, পানি নিষ্কাশন না হতে পারায়, লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
পানি নিষ্কাশন না হতে পারায়, বাড়ি-ঘর, ফসলী জমি, মৎস্য ঘের, পুকুর, বিল পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু, হাঁস-মুরগী রাখার সমস্যা হচ্ছে।
এছাড়াও জলাবদ্বতা সৃষ্টি হয়েছে পুলিশ লাইন সংলগ্ন এলাকাসহ পৌর এলাকার কয়েকটি নিম্নাঞ্চল।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কছে প্রাণ সায়ের খালের উপর দেওয়া বেড়িবাঁধ, দ্রুত অপসারণের জোর দাবি জানাই।
Discussion about this post