সাতক্ষীরা প্রতিনিধিঃ
ছয়টি ট্রাক যোগে ড্রামের মধ্যে লুকিয়ে বাড়ি ফেরার সময় ১৭০ জন ইট ভাটা শ্রমিককে আটক করেছে পুলিশ। জানা গেছে আজ মঙ্গলবার ২১ এপ্রিল-২০২০ সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে সাতক্ষীরা ট্রাফিক পুলিশের উপপরিদর্শক জাহিদ হোসেন ৬ টি ট্রাক আটক করেন, আটককৃত ট্রাকের প্রতিটি ড্রামের মধ্যে দু’জন করে ভাটা শ্রমিক পলিথিন দিয়ে ঢেকে নরসিংদি থেকে সাতক্ষীরার শ্যামনগরে অভিমুখী ফিরছিল। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করায় ওই ছয়টি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ১৭০ জন শ্রমিককে আটক করা হয়। তাদের বাড়ি শ্যামনগর উপজেলার ভেটখালি, কৈখালি ও রমজাননগর এলাকায়। এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, করোনা প্রতিরোধে আটককৃত শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
Discussion about this post