আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলায় আরো এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এবার এক ডাক্তারের করোনা পজেটিভ ধরা পড়েছে বলে আজ বুধবার ৩ জুন বিকালে বিষয়টি নিশ্চিত হয়েছেন স্বাস্থ্য বিভাগ।
আক্রান্ত ব্যক্তির নাম ডাক্তার আমিনুল ইসলাম (৩৪) তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকার কাজলা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সির্ভিল সার্জন হুসাইন শাফায়াত ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বলেনঃ
আজ পর্যন্ত সাতক্ষীরা জেলার
মোট নমুনা সংগ্রহ হয়েছে -৯৯৭ জনের, তার মধ্যে
রিপোর্ট এসেছে- ৬৯৫ জনের,
রির্পোট পজিটিভ এসেছে -৪৭ জনের,
সুস্থ হয়েছেন -৩ জন।
হাসপাতালে আইসোলেশন এ আছেন-১জন,
বাড়ীতে আইসোলেশন আছেন-৪৬ জন।
Discussion about this post