আজহারুল ইসলাম সাদী জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে, দোকান ঘরের পজিশনের মেয়াদ শেষ হওয়ার আগে, দোকান ঘর দখলকে কেন্দ্র করে, সংঘর্ষের ঘটনায় দোকানীকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের শরিফুল ইসলাম এর ছেলে মোঃ খায়রুল ইসলাম, সার্কিট হাউজ মোড়ে অবস্থিত রসুলপুর গ্রামের, রফিকুল ইসলাম এর একটি দোকান ঘর ৫ বছর মেয়াদী ৮০ হাজার টাকায় পজিসান নিয়ে, বকচরা রোর্ডে, সুন্দরবন হ্যাচারী নামে একটি দোকান ঘর পরিচালনা করে আসছে।
কিন্তু ৫ বছরের মেয়াদ উত্তির্ন হওয়ায় আগে, ৮ মাসের মাথায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে, রসুলপুর গ্রামের খোকনের ছেলে এনামুল এর সমন্বয়ে, সংঘবদ্ধ একদল অজ্ঞাত দুর্বত্ত এসে, পলাশপোল গ্রামের সরিফুল ইসলাম এর ছেলে, খায়রুল ইসলাম কে তার বকচরা মোড়ের সুন্দরবন হ্যাচারী দোকানে আতর্কিত হামলা চালায়।
এঘটনায় সুন্দরবন হ্যাচারীর প্রোপাইটর খায়রুল ইসলাম মারাত্মক আহত হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।
Discussion about this post