ADVERTISEMENT
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র মেয়ে ভারতে নানার বাড়ি বেড়াতে গিয়ে ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ হারানোয় সাতক্ষীরা’র খাজরা গ্রামে নেমে এসেছে করুণ শোকের ছায়া। জানা গেছে জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী জাহিদ সরদার এর কন্যা ফারহানা জাহান ঋতু (৭) এর নামাজে জনাজা মঙ্গলবার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উক্ত জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা নাইম বীন মুনির। জানাজা শেষে নিহত ফারহানা জাহান ঋতুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত সপ্তাহে খাজরা বাজারের ফার্ণিচার ব্যবসায়ী জাহিদ সরদার দুই কন্যাসহ স্বপরিবারে শ্বশুরবাড়ি ভারতের সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা বেড়াতে যায়। ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকালে বাড়ি ফেরার পথে ভারতের ঘোজাডাঙ্গায় মেইন সড়কে পিছন থেকে দ্রুতগতির ঘাতক ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তাকে দ্রুত উদ্ধার করে, স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার পর ফারহানা জাহান ঋতু মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওই দিনই ঘোজাডাঙ্গার একটি হাসপাতালে নিহত শিশুটির ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
Discussion about this post