সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পল্লীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন(৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে আজ ২১ মার্চ-২০২০ রোজ শনিবার সকাল ৯টার দিকে কলারোয়া- ধানদিয়া সড়কের নীলকন্ঠপুর ও বাটরা’র মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত আলমগীর হোসেন বসন্তপুর গ্রামের নুর ইসলামের মেজ ছেলে। তিনি পেশায় একজন ট্রলি চালক, নিহত আলমগীর হোসেন সকালে সরসকাটি থেকে তার ট্রলিতে চাউল নিয়ে ধানদিয়া হয়ে কলারোয়ায় আসছিল পথিমধ্যে নীলকন্ঠপুর বাটরার মাঝামাঝি আহসানগর মোড়ের কাছে পৌঁছালে পিছন দিক দিয়ে একটি মাটি বহনকারী ট্রাক্টর তার ট্রলিতে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলি চালক আলমগীর রাস্তায় ছিটকে পড়লে ঘাতক ট্রাক্টর তাকে পিষ্ট করে, ট্রাক্টর রেখে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক অপর একটি চাউল বহনকারী ট্রলি চালক আব্দুল হান্নান স্থানীয়দের সহায়তায় মারাত্মক আহত আলমগীর কে কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়,বাটরার ছালেকের ঘের হইতে বাটরার সাবেক ইউপি মেম্বার মোজাম্বর আলী মাটির কন্টাক নিয়ে ট্রাক্টর এর মাধ্যমে অন্যাত্র ভরাট করছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মূনীর-উল-গীয়াস জানান,লাশের ময়নাতদন্তের রিপোর্ট করার জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post