আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় গরীবের ডাক্তার নামে খ্যাত ওমর ফারুক (৫৫) নামে এক গ্রাম্য ডাক্তার এর মৃত্যু হয়েছে। জানা গেছে, আজ (২৭ জুন) শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে, নিজস্ব বাস ভবনে তিনি মৃত্যু বরণ করেন। ডাক্তার ওমর ফারুক কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা শরীফ এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ও নলতা হাটখোলার শাহানা ফার্মেসির মালিক। এলাকায় তিনি গরিবের ডাক্তার নামে অধিক পরিচিত ছিলেন এবং ভাড়াশিমলা ইউপির মারকা-কুকোডাঙ্গা এলাকার বারবার নির্বাচিত (সাবেক) ইউপি সদস্য ছিলেন। ডাক্তার ওমর ফারুক গত কয়েকদিন যাবৎ সর্দি জ্বর সহ করোনার উপসর্গে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে (২৭জুন) সকালে তার নমুনা সংগ্রহ করে, তাকে সাতক্ষীরা মেডিকিল কলেজ হাসপাতালে ভর্তি হবার জন্য পরামর্শ দেওয়া হয়। তবে করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে তার মৃত্যু হলেও তিনি আসলে করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা তার নমুনার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Discussion about this post