আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ সকলের তরে সকলেই আমরা এই শ্লোগানকে সামনে রেখে, সাতক্ষীরার দেবহাটায় সেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ সংগঠন (মৃত্তিকা মানবিক ইউনিট) এর পক্ষ থেকে ছয়টি মসজিদ ও এতিমখানায় নগদ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। এ লক্ষে আজ সোমবার (৬ জুন) বেলা ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে প্রবাসী কল্যান ফাউন্ডেশনের সহযোগীতায় ও মৃত্তিকা মানবিক ইউনিটের পক্ষ থেকে সখিপুর বায়তুল আমান জামে মসজিদে ৩০ হাজার টাকা, কালীবাড়িয়া পাঞ্জেগানা মসজিদে ১০ হাজার টাকা, ঘুঘুডাঙ্গা হযরত আবু বক্কর (রাঃ) জামে মসজিদে ১০ হাজার টাকা, চিনেডাঙ্গা পাঞ্জেগানা মসজিদে ৫ হাজার টাকা, আটশত বিঘা পাঞ্জেগানা মসজিদে ৫ হাজার টাকা ও সুবর্ণবাদ মদিনাতুল উলুম কওমিয়া নূরানী এতিমখানা মাদ্রাসায় ৫ হাজার টাকার খাদ্য সামগ্রী তুলে দেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনসহ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও মৃত্তিকা মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম (সাম্মি) ও সভাপতি মিঠুন শাহারিয়া শাকিবের নির্দেশনায় সংগঠনটির পক্ষে শান্তা মারিয়া, মেহেদী হাসান শিমু, সাদেক হোসেন, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম নিরব, নাজমুল হোসেন, মাছুম বিল্লাহ প্রমুখ সদস্য উপস্থিত ছিলেন।
Discussion about this post