যে জাতি নয় মাস মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে সেই বীরের জাতি, কোন দিন কারোর কাছে মাথানত করে না। গ্রামের ছোট-খাটো সমস্যা গুলো স্থানীয় গ্রাম্য আদালতের মাধ্যমে মিমাংসা করা গেলে, আদালতে মামলার জট অনেকখানি কমে আসবে। তাতে করে আমাদের ভুক্তভোগী জনগন উপকৃত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগীতায় মুজিব বর্ষে আইনগত সহায়তা ও কল্যানকর রাষ্ট গঠনে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির সাথে কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক কর্মশালায় শনিবার ১৪ মার্চ সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান উপরোক্ত বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড সদস্য সচিব সহকারি জজ সালমা আক্তারের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেলোয়ার হুসেন, সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এ্যাডভোকেট শাহ আলম, অতিরিক্ত পি.পি এ্যাডভোকেট আঃ লতিফ, এ্যাডভোকেট শম্ভ নাথ, উপজেলা চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, থানা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট প্রমুখ। এছাড়া কর্মশালায় উপস্থিত সূধীদের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, ধলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক খোকন,ইউপি সদস্য রফিকুল বারী রফু, মাহফুজা খানম প্রমুখ। কর্মশালায় এলাকার গর্ণমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
Discussion about this post