গতকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আরব টাইম্স অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামি এক সপ্তাহ বহাল থাকবে।
দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিশর, ফিলিপাইন, সিরিয়া এবং লেবানন।একই সঙ্গে দেশটির যেসব নাগরিক এই সকল দেশগুলোতে ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এমনটাই জানিয়েছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বিশ্বের ৯৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। করোনাভাইরাস যাতে দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
Discussion about this post