অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ জলাবদ্ধতার চরম ভোগান্তির স্বীকার পার নওগাঁ ৭নং ওয়ার্ডের বাসিন্দারা। রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় রাস্তা। কিছু কিছু স্থায়ী জলাবব্ধতা এখন ওয়ার্ডের নিত্যদিনের সঙ্গী। বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে এমন অভিযোগ করছেন সকলেই । স্থানীয় ভুক্তভুগি মোছাঃ তানিয়া আক্তার জানান নওগাঁ বিজিবি রাস্তা হতে সরদার পাড়া মোড় পর্যন্ত রাস্তাটি যোগাযোগের জনবহুল প্রতিদিনই ঘটছে নানা রকম দুর্ঘটনা এ রাস্তা জলাবদ্ধতার কারনে বাহিরে বাচ্চারা বের হতে পারছে না। সমস্যা সমাধানে পৌরসভার চেয়ারম্যানের কোন নজর নেই। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ জানান আমার এ ওয়ার্ডের জনগুরুত্ব পূর্ণ রাস্তা বিজিবি রাস্তা থেকে মরছুলাস্কুল হতে সরদার পাড়া মোড় পর্যন্ত লোকজন চলাচল ও কৃষকের ধান উত্তোলনের একমাত্র ভরসা, এই রাস্তা ইউ,জি,আই,আই,পি প্রকল্পে রাস্তাটির কাজ অতি দ্রুত শুরু হবে। এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নওগাঁ পৌর মেয়র মোঃ নাজমুল হক সনি জানান,যে বরাদ্দ পাওয়া যায় তাতে এলাকার উন্নয়নকাজের চাহিদা মতাবেক অনেক কম। তারপরও বিজিবি রাস্তা হতে মরছুলা স্কুল হয়ে সরদার পাড়া মোড় প্রর্যন্ত “৭শ মিটার আর,সি,সি রাস্তা ও ড্রেন এষ্টিমেট এক কোটি ৫২ লক্ষ টাকা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, এখন অনুমোদন এর অপেক্ষায়।
Discussion about this post