মো: আক্তার হোসেন
ছাতকে এক রিক্সার চালক থেকে শত শত কোটি টাকার মালিক
বৌলাগ্রামের রিক্সার মালিক কবির মিয়ার গ্যারেজে কিছু দিন আগে রিক্সা চালিয়েছে, বর্তমানে কয়েকশত কোটি টাকার মালিক সুনামগঞ্জ,ছাতক মন্ডল ভোগে রয়েছে আলিশান বাড়ি এবং ঢাকা নারায়নগঞ্জ, কিশোরগঞ্জ ও আশুলিয়ায় তার রয়েছে বিঘা বিঘা সম্পত্তি, চলাফেরা করেন নামী দামী গাড়ী, ঢাকা চিটাগাং যাতায়াত চলে বিমানে, লক্ষ লক্ষ ঘন ফুট বালু পাথর ষ্টক, হাজার টন চুনা পাথর আমদানী সহ রয়েছে ভূমি ব্যবসার ভূমিখেকো সিন্ডিকেট।ভাবা যায়। হ্যা এখলাস, বাবার নাম রমজান,,,, তবে নামের শেষে খাঁন সম্ভোধন না করলে ক্ষেপে যান। ২০০৩ সালে হঠাৎ রিক্সা ছেড়ে বিভিন্ন ব্যবসায় টাকা লগ্নি করতে থাকে বানের জলের মতো,,,, এবং এই এখলাস খাঁনের অপতৎপরতায় অনেক মূলধারার ব্যবসায়ী খেই হারিয়ে ব্যবসা থেকে ছিটকে পড়ে। লোক দেখানো বেশ কিছু ব্যবসা শুরু করে এবং প্রতি দিন লক্ষ লক্ষ টাকার মুনাফা হচ্ছে বলে গালগপ্পো শুনাতে শুনাতে আজ অল্প কয়েক বছরে শত শত কোটি টাকার মালিক! ছাতকের মূলধারার অনেক অভিজ্ঞ প্রতিষ্ঠিত ব্যবসায়ীগন আজো তার উথান ও টাকা ফুলেফেপে উঠার রহস্য খুজতে গলদঘর্ম। বর্তমানে আলোচিত প্রতারক করোনা টেষ্ট কেলেংকারী সাহেদের কাছে নাকি এই এখলাস খাঁন দুই কোটি টাকা পাওনা রয়েছে, এবং কয়েকদিন ধরে জাতীয় দৈনিক পত্রিকায় তার নাম উঠে এসেছে। বিভিন্নরকম নিউজ পত্রিকায় আসার পর আলোচিত হয়। শোনা যায় সাহেদের সাথে এখলাস খাঁনের ঘনিষ্ঠ যোগাযোগ ও কোটি টাকার লেনদেন কিসের আলামত,
আইনশৃঙ্খলা বাহিনী এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয় টা খতিয়ে দেখলে, আসল রহস্য বের হয়ে আসবে বলে সাধারণ মানুষ ধারণা করেণ
Discussion about this post