রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৬৭ জনের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ প্রতিবেদন যেকোনো সময় পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ।
আজ বুধবার দুপুরে ঢামেকের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘ওই অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে বিভিন্নভাবে ৪৫ জন শনাক্ত হয়। বাকি ২২ জনের ডিএনএ প্রোফাইলিং করা হয়। এর মাধ্যমে ১৯ জন শনাক্ত হয়। বাকি তিনজনকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এখনো তাদের স্বজনকে পাননি তারা ডিএনএ নমুনা দিয়ে যাননি। তারা নমুনা দিয়ে গেলে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তাদের শনাক্ত করা হবে।’
এত বড় একটি ভয়াবহ ঘটনায় নিহতদের ময়নাতদন্তের প্রতিবেদন এত দেরিতে হচ্ছে কেন, এমন এক প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, ‘আমরা টিম ওয়াইজ করে ময়নাতদন্ত সম্পন্ন করি। এর মধ্যে ডিএনএর স্যাম্পল সংগ্রহ করে এগুলো সিআইডিতে পাঠানো হয়, ওই সব রিপোর্ট আসতে দেরি হওয়ায় এবং ময়নাতদন্তকারী টিমের কারও কারও বদলি হওয়ার কারণে রিপোর্ট প্রস্তুত হতে দেরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে ডিএনএ রিপোর্ট পেয়েছি তাই ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত হতে কিছুটা সময় লেগেছে।’
Discussion about this post