ADVERTISEMENT
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে রাজধানীর প্রবেশ পথগুলোতে দেখা যায় রাজধানী ফেরত মানুষদের ভিড়। তবে বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়তে হয়েছে তাদের।
তবে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় কোনো বাস ঢোকেনি ঢাকায়। ব্যক্তিগত গাড়ী, ট্রাক, পিকআপ ও মোটর সাইকেলে করেই ঢাকায় ফিরতে দেখা গেছে রাজধানীমুখি মানুষদের। যাদের ব্যক্তিগত গাড়ী নেই তারা ফিরেছে ভাড়া করা বিভিন্ন গাড়িতে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব গাড়িতে স্বাস্থ্য নির্দেশনা মানা হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এ কারণে করোনা সংক্রমণ ঝুঁকি আরো বাড়ছে।
গণপরিবহন বন্ধ থাকলেও ঈদুল ফিতরের ছুটিতে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি যাওয়া যাবে বলে সরকারের উচ্চমহল থেকে মৌখিক নির্দেশনা দেয়া হয়। এ কারণে ঈদের দুদিন আগে ঢাকার দুই প্রবেশ পথ ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মাইক্রোবাসের জন্য খুলে দেয়া হয়।
ঈদের ছুটি শেষে আবার একইভাবে ঢাকা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ।
Discussion about this post