রাজধানীর উত্তরখানে নিখোঁজের ১০দিন পর ডুবা থেকে মালা রানী দাস নামে এক নারীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টার দিকে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মালা রাণীর স্বামীর নাম রবি লাল দাস। ৩ সন্তান ও স্বামী নিয়ে উত্তরখান মধ্যপাড়া এলাকায় বসবাস করতো। ৩ জুলাই সে এলাকারই হাতুড়ি ডাক্তার গোলাম রব্বানি ও হাসিনা আক্তার দম্পতির বাসায় যায় গর্ভপাত করাতে। গর্ভপাতের এক সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তখন হাতুড়ি ডাক্তার দম্পতি মালার মৃতদেহ গুম করার জন্য মৃতদেহ বস্তায় ভরে ওই এলাকার একটি ডুবায় ফেলে দেয়।
ওসি আরো জানান, নিখোঁজের দুই দিন পর ৫ জুলাই মালার পরিবার উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির পরপরই পুলিশ তদন্তে ওই হাতুড়ি ডাক্তার দম্পতিকে আটক করে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা সব ঘটনা জানায়। পরে তাদের দেয়া তথ্যে মালার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post