রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি বাসায় শিশুসহ তিনজনের লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল আজ রাতে বলেন, ‘প্রেমবাগান রোড কেসি স্কুলের পেছনের একটি বাসায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে মা ও তার দুই সন্তানের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুই সন্তানসহ মাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘নিহতরা একজন টিঅ্যান্ডটি কর্মকর্তার স্ত্রী ও সন্তান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরা বিভাগের পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ ঘটনা খতিয়ে দেখছে।’
Discussion about this post