বাড়িঘরে পানি থাকায় স্কুল, কলেজসহ উচু স্থানে আশ্রয় নেয়া মানুষজন এখনো ফিরতে পারেননি। নগরীর মুলাটোল, গোমস্তাপাড়া, ভগিবালাপাড়া, খলিফাপাড়াসহ বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনও পানিবন্দি।
এদিকে গত তিন দিনে এসব পানি বদ্ধ থাকায় দূষিত হয়ে দূর্গন্ধের সৃষ্টি হয়ে নানা রোগ-জীবানু ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া দূর্গতদের শুকনো খাবার ও ১০ কেজি করে চাল সহায়তা দেয়া হয়েছে। সিটি করপোরেশনের জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে চেষ্টা করা হচ্ছে।
Discussion about this post