চলতি বোরো মৌসুমে ৮ লাখ মেট্রিক টন ধান, ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৭৫ হাজার মেট্রিক টন গম কিনবে সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ( এফপিএমসি) সভায় ধান, চাল, গম কেনার বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ধান কেনা হবে ২৬ টাকা কেজি দরে, সেদ্ধ চাল ৩৬ টাকা কেজি দরে, আতপ চাল ৩৫ টাকা কেজি দরে, এবং গম ২৮ টাকা কেজি দরে।
এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানানো হয় সভায়। আর তাই সরকারের খাদ্য গুদামে জায়গা খালি থাকলে প্রয়োজনে আরও ধান-চাল কেনা যাবে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মো. তাজুল ইসলাম, খাদ্য সচিব নাজমানারা খানুমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা।
Discussion about this post