মিজানুর রহমান ইমন ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ১নং নাওগাঁও ইউনিয়নের কাউলায়াড়া গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছে । এই নিয়ে ময়মনসিংহ জেলায় মোট ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান । শুক্রবার দুপুরে নগরীর এস.কে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । ডাঃ মশিউল আলম জানান, মৃত ব্যক্তি অনেকদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে তার করোনা ভাইরাস শনাক্ত হয় । ২০ মে তিনি এস.কে. হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়েছিলেন । তিনি আরো জানান, এই মৃত ব্যাক্তির ছেলেও কোভিড-১৯ এ আক্রান্ত । ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক জানান, এ রোগে দাফনের জন্য একটি টিম রয়েছে মৃত ব্যাক্তির দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
Discussion about this post