মিজানুর রহমান ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজের একটি ভবনে শনিবার করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করা হয়।
ডেডিকেটেড হাসপাতাল ফিতা কেটে উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র ইকরামুল হক, স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল কাশেম, হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার, মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ, সিভিল সার্জন এ বি এম মসিউল আলম প্রমুখ।
ময়মনসিংহে করোনা ডেডিকেটেড হাসপাতাল নতুন ভবনের পঞ্চম থেকে অষ্টম তলা করোনা ডেডিকেটেড হাসপাতালের জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার। এখানে ১৫০ জন রোগী চিকিৎসা নিতে পারবেন। সাতটি আইসিইউ শয্যা, তিনটি ভেন্টিলেটর ও কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে।
Discussion about this post