ADVERTISEMENT
স্টাফ রিপোর্টার ময়মনসিংহে গহকাল রাত ৯টার সময়, Rab14 এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্র্যট রুপম দাস এ অভিযান পরিচালনা করেন। এসময় ২৩ মন নিষিদ্ধ পলিথিন জব্ধ করেছে। গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। সুত্র জানায়, বিভাগীয় কমিশনার মহোদয় ময়মনসিংহ বিভাগে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ সম্পূর্ন নিষিদ্ধ ঘোষনা করেন। এ নিয়ে ব্যাপক প্রচারনা চালানো ছাড়া ও বিভাগের প্রতিটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রটরা ব্যাপক অভিযান চালায়। বেশ কিছু পলিথিন ব্যাবসায়ী জরিমানা ও জেলে প্রেরন করেন। তারপরও অসাধু কিছু ব্যাবসায়ী প্রিন্স ছাড়া ও আরো বেশ কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন ব্যাবসা করে অাসছিল। মেছুয়া বাজারের দন্ডপ্রাপ্ত ব্যাবসায়ী প্রিন্স সারোয়ার সুমন ট্রেডার্সের মালিক। এর অাগে ও তাকে নিষিদ্ধ পলিথিন বিক্রির জন্য তাকে জেল জরিমানা করা হয়েছিল বলে একটি সুত্র জানিয়েছে।
Discussion about this post