মিজানুর রহমান ইমন ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মমেকের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় শনিবার রাতে তাদের দেহে করোনা শনাক্ত হয়েছে ।
রবিবার (৩১ শে) মে দুপুর ১টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন বলেন, গত শুক্রবার (২৯ শে) মে রাতে পুলিশ কনস্টেবল সিদ্দিকুর রহমান সহ আরো তিন জনের দেহে করোনা সনাক্ত হয় । শনাক্তের পরদিন (৩০ শে) মে পুলিশ কনস্টেফল মোঃ বিজয় ও কনস্টেবল হাবিবুর রহমান, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জমিরদিয়া পিএ নিট টেক্সটাইলের সিনিয়র প্রোডাকশন অফিসার মহিউদ্দিন, জামিরদিয়া এলাকার আব্দুর কাদের, ভালুকার সায়েদ আলী, ভালুকা অর্জুন চক্রবর্তী, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার টেক্সটাইলের ওসমান গণি, ও ভালুকা পৌরসভার ১ নং ওয়ার্ডের মিস পপি আক্তারের শরীরে দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে ।
Discussion about this post