লাদাখ সীমান্ত থেকে লেজ গুটিয়ে পালিয়েছে চীনা লাল ফৌজ। তা আবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভয়ে। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা ও ভারতের রাজ্যসভার সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার মধ্য প্রদেশে বিজেপি-র এক কর্মীসভায় দেওয়া অনলাইন ভাষণে এমন দাবি করেন তিনি। ভাষণে সিন্ধিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির কড়া জবাবের ফলেই ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে চীনা বাহিনী। এভাবেই প্রধানমন্ত্রী বিশ্ব মানচিত্রে ঐক্য ও সংহতির প্রতীক ভারতের জাতীয় পতাকাকে মহিমান্বিত করেছেন।’
আগামী কয়েক মাসের মধ্যে মধ্য প্রদেশের যে ২৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার অন্যতম সিন্ধিয়ার আসন করেরা। তবে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
Discussion about this post