মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দী গ্রামে ৭২ বছরের এক বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় একা এসে ওই বৃদ্ধা অভিযোগ করেন।
গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক কাদির শেখ (৩৮) পূর্ব শীলমন্দী গ্রামের মৃত আমিন শেখের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই বৃদ্ধা।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় নামাজের জন্য ওজু করতে নিজ বাসা থেকে বের হন ওই বৃদ্ধা। তখন প্রতিবেশী কাদির শেখ ওই বৃদ্ধার মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এর দুদিন পর শনিবার বিকেল ৩টার দিকে থানায় এসে অভিযোগ করেন ওই বৃদ্ধা। তিনি নিজে বাদী হয়েই একজনকে আসামি করে সন্ধ্যায় ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তকে আসামিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।
Discussion about this post