জায়গাটি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই শবাধারগুলি নিয়ে এখন গবেষণা চলছে। উঠে আসছে নানান তথ্যও।
গবেষক দলের অনুমান, শবাধারগুলি প্রায় আড়াই হাজার বছর আগে সিল করে দেওয়া হয়েছিল। এত দিন পরেও সেগুলি যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। এমনকি কাঠের শবাধারগুলির গায়ে রংও ভাল অবস্থাতেই রয়েছে। এছাড়াও ওই সামধিক্ষেত্র থেকে কয়েক হাজার সারকোফ্যাগাস পাওয়া গিয়েছে। বোতলাকৃতি, মানুষের মতো নক্সা যুক্ত এই সিল করা পাত্রগুলি অন্তেষ্টিক্রিয়ার সময় ব্যবহার হত।
মিশরের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শবাধারগুলি একটির উপর আর একটি সাজিয়ে রাখা হয়েছিল। সেগুলি ভূমি থেকে প্রায় ১১ মিটার নীচে পাওয়া গিয়েছে। পর্যটনমন্ত্রী খালেদ আল-আনানি বলেছেন, ‘এটা একটা অন্য রকম অনুভূতি, যখন নতুন পুরাতাত্ত্বিক কিছু খুঁজে পাওয়া যায়।’
Discussion about this post