অভাবের সংসারে ঝগড়া বিবাদ ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। চার কন্যা সন্তান নিয়ে হিমশিম হাল। এরই মাঝে কলহের জেরে ঘর ছাড়েন মা ফাতেমা খাতুন (৩০)। স্বামী মো. হুমায়ুন (৩৫) তাকে ফেরাবার চেষ্টা করেননি। চরম অনাদরে অবশেষে একদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে ছয় মাস বয়সী দুই যমজ শিশুর। দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়রা দায়ী করছেন তাদের মা-বাবাকে। মর্মান্তিক ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরি গ্রামের।
হুমায়ুন ও ফাতেমার বিয়ে হয়েছে আট বছর আগে। যৌতুক ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তাদের কলহ লেগেই ছিল। স্বামীর সংসার ছেড়ে ফাতেমা বেশ কয়েকবার বাবার বাড়িতে চলে যান। স্বজনদের সমাঝোতায় ফের সংসার করেন। ইভা (৬) ও ইমা (৫) নামে তাদের দুই কন্যা থাকা অবস্থায় গত অক্টোবরে ফাতেমার যমজ কন্যা সন্তানের জন্ম হয় ময়মনসিংহ শহরের একটি ক্লিনিকে। ক্লিনিকের বিল ৬০ হাজার টাকা পরিশোধ করা নিয়েও দুই পরিবারের মধ্যে চলে কলহ। এ অবস্থায় চার সন্তান রেখে ফাতেমা স্বামীর বাড়ি ছাড়েন। দশদিন ধরে ছোট দুই কন্যা অসুস্থ থাকলেও খবর দেওয়া হয়নি মাকে। এ অবস্থায় ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয় শুক্রবার সকালে। আরেকজনের মৃত্যু ঘটে শনিবার বিকেলে।
কচুরি গ্রামের এ মর্মান্তিক ঘটনার কথা আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। সকলেই ধিক্কার দিচ্ছেন শিশুদের মা-বাবাকে।
মা ফাতেমা খাতুন দাবি করেছেন, কন্যা সন্তানের জন্ম নিয়ে স্বামী সবসময় কটুক্তি করতেন। নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি ঘর ছেড়েছেন। মেয়েরা অসুস্থ হলে তাকে সংবাদ দেয়া হয়নি।
অন্যদিকে হুমায়ুন দাবি করেছেন, ছোট দুই সন্তানের জন্য স্ত্রীকে ঘর না ছাড়ার অনুরোধ করা হয়েছিল। তারা অসুস্থ হলে খবর পাঠানো হয়। কিন্তু ফাতেমা ফিরে আসেননি।
Discussion about this post