রাজধানীর দক্ষিনখানে মাদকাসক্ত সৎ ছেলের হাতে খুন হয়েছে বাবা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে দক্ষিণখানের কোটবাড়ি চড়াইটেক এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, আগের স্ত্রী মারা যাওয়ার পর নিহত মোহর উদ্দীনের ছেলে ইয়াসিনের মাকে বিয়ে করেন। ইয়াসিন মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
শুক্রবার রাতেও ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মোহর আলী প্রথমে ইট দিয়ে ছেলেকে আঘাত করে এরপর ছেলে ছুরি দিয়ে আঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় মোহর উদ্দীনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় ছেলে ইয়াসীন পলাতক রয়েছে।
Discussion about this post