সাতক্ষীরা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২০ উদযাপন এবং ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আজ ৪ ঠা মার্চ ২০২০ রোজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত সভায়, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাতক্ষীরা জেলার সকল ডিপার্টমেন্টর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজন এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষে কর্মসূচী প্রনয়ণের নিমিত্তে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখযোগ্য কর্মসূচীসমূহ হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, গুরুত্বপূর্ণ সড়ক সুসজ্জিতকরন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা অনুষ্ঠান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
Discussion about this post