এখন থেকে অনলাইনে ভ্যাট সংক্রান্ত সব ধরনের কর অর্থাৎ ভ্যাট, টার্ন ওভার কর, সম্পূরক শুল্ক, জরিমানা ও সুদ পরিশোধ করা যাবে। এজন্য ই-পেমেন্ট সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। আপাতত এইচএসবিসি, প্রাইম ও মিড ল্যান্ড ব্যংকের মাধ্যমে ই-পেমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।
এ বছরের মধ্যে দেশের সবকটি ব্যাংককে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবুন হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি আরও জানান, ই-পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ঘরে বসে ব্যাংক হিসাব থেকে সরাসরি সরকারি কোষাগারে প্রদেয় রাজস্ব জমা করতে পারবেন নিবন্ধিত ব্যক্তি। এই পদ্ধতি চালু হওয়ার কারণে ট্রেজারি চালান যাচাইয়ের বিড়ম্বনা দূর হবে।
এছাড়া, চলতি অর্থবছরেই ই-চালান চালু করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
Discussion about this post