দিনাজপুরের হিলিতে ফিরোজ আলী (২৯) নামে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি আই সি পি ক্যাম্পের সদস্যরা তাকে ভারতে প্রবেশের সময় আটক করে।তিনি জয়পুরহাট জেলার সদর থানার চকদাদরা গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।বিজিবির আই সি পি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক যুবক নিজেকে বিজিবির সদস্য পরিচয় দিয়ে ভারতের ভেতরে যাওয়ার চেষ্টার করেন। এ সময় জিরো পয়েন্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা তার আইডি কার্ড যাচাই-বাচাই করে দেখে তার আইডি কার্ড ভুয়া। পরে কর্তব্যরত বিজিবি নায়েক রাকিব হাসান তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আজ সোমবার দুপুরে তাকে দিনাজপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
Discussion about this post